Coordinates: 24°10′N 90°25′E

আয়তন
 • মোট ২০,৫৩৯ বর্গকিমি (৭,৯৩০ বর্গমাইল)

 

জনসংখ্যা (২০১১)
 • মোট ৩,৬৪,৩৩,৫০৫
 • জনঘনত্ব ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)

 

ঢাকা বিভাগ বাংলাদেশ এর আটটি প্রশাসনিক বিভাগের অন্যতম। এটি বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। বর্তমানে ঢাকা, ফরিদপুর ও বরিশাল বিভাগের সাথে সীমান্তবর্তী কোন জেলা নেই৷ আয়তনে ঢাকা বিভাগের বৃহত্তম জেলা টাঙ্গাইল জেলা।

ঢাকা বিভাগ বাংলাদেশের একটি বিভাগ, এটি ৪টি সিটি কর্পোরেশেন, ১৩টি জেলা, ৫৮টি পৌরসভা, ১২৩টি উপজেলা, ১,২৩৯টি ইউনিয়ন পরিষদ, ১২,৭৬৫টি মৌজা, ৫৪৯টি ওয়ার্ড, ১,৬২৩টি মহল এবং ২৫,২৪৪টি গ্রাম নিয়ে গঠন করা হয়েছে।

১৩টি জেলা নিয়ে গঠিত হয়েছে ঢাকা বিভাগ

 

 

 

 

 

 

 

Dhaka Division